Monday, January 5, 2015

অহেতুক কথোপকথন...




- কাঁদছ?
- হু
- কেন?
- আকাশ কাঁদে না বলে
- সে তো বর্ষার শুরুতেই ভুবন ভিজিয়ে কান্না জুড়ে দেবে
- দেবে হয়তো
- তাহলে কেন তোমার এই কান্না?
- বৃষ্টির সেই কান্না আর আমার কান্নায় মিল নেই বলে
- কেমন অমিল, তোমার কান্না আর ঐ বৃষ্টির কান্নাতে?
- বৃষ্টির কান্না হয়তো ভুবন ভিজিয়ে যাবে, কিন্তু তোমার অন্তর ছুঁয়ে দিতে পারবে না
- তোমার কান্না আমার অন্তর ছুঁয়ে দিচ্ছে?
- দেয়নি?
- বুঝবো কিভাবে?
- আমার কান্নার বিপরীতে ব্যাকুলতা বুঝতে পারছ? এ ব্যাকুলতা আমার অশ্রুতে তোমার অন্তর সিক্ত হয়েই সৃষ্টি হয়েছে
- আমার এই ব্যাকুলতার কারণ কি তুমি নিশ্চিত করে জানো?
- নিশ্চিত করে জানতে হয় না
- কেন?
- তাতে আগ্রহে ভাটা পড়তে শুরু করে
- কিন্তু এমনও তো হতে পারে যে আমার এই ব্যাকুলতা ভিন্ন কিছু নিয়ে
- হতে পারতো, কিন্তু এখন আর পারে না
- তা কেন?
- কারণ আমার অশ্রু তোমার অন্য সকল কারণ গুলিকে ভাসিয়ে নিয়ে গেছে
- সত্যিই তাই?
- সন্দেহ আছে কি তাতে?
- কিছু আছে বৈ কি!
- সে সন্দেহের কারণেই কি বার বার নিশ্চিত হতে চাইছ?
- হয়তো..
- তাহলে উল্টো দিকে মুখ করে কোন ভুলে যেতে পারছ না আমার এ কান্নার কথা?
- যদি ভুলে যাই?
- তাহলে তুমি হবে শ্রেষ্ঠ অভিনেতা, যে নিজের অনুভূতির সাথেও অভিনয় করে যেতে পারে প্রতিনিয়ত..
- কিভাবে বোঝ আমায়?
- তোমাকে বুঝি না..
- তাহলে?
- আমি আমার নিজেকে বুঝি....




 
;