বেশ কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম In Time শিরোনামের। এটা একটা সাইন্স ফিকশন মুভি। বর্তমানের জন্যে অসম্ভব এমন কিছু কল্পনা গুলোই দেখিয়েছে এটাতে। তেমন উল্লেখযোগ্য কিছু না থাকলেও কিছু জিনিষ আমার ব্যক্তিগত ভাবে ভাল লেগেছিল।
যারা মুভিটি দেখেছেন তারা জানেন মুভিটির নামের যথার্থতা রেখেছে তার ঘটনাপ্রবাহের মধ্যদিয়ে। আমরা মুখে মুখে সবাই এখন বলে থাকি "Time is money"। আর মুভিটিতে তা সরাসরি প্রয়োগ করে দেখানো হয়েছে। গল্পকার এখানে জীবনের সময় সত্যিকার অর্থেই মানুষের হাতে তুলে দিয়েছেন।
আমি মূল ঘটনার পাশ কাটিয়ে কিছু একটা বলবো। মুভিটিতে দেখানো হয়েছে নিত্য প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব কিছুই এখানে সময় বিনিময় করে নিজের করে নিতে হয়। সময় না থাকার দরুন সাধারণ জনগণ সেখানে রাস্তাঘাটে পড়ে থাকে, কেউ তার দিকে ফিরে পর্যন্ত চায় না। কেনই বা দেখবে? কি লাভ?? দেখতে গেলেই তো নিজের সময় নামের অর্থ ব্যয় হবে তার পেছনে।
অপরদিকে দেখানো হয়েছে সময়ের পাহাড় জমা করে তার উপর বিলাস বহুল জীবন পার করা একটা গোষ্ঠীকে। তারা শুধু আমোদ-ফুর্তি করেই তাদের সময় ব্যয় করে। নিজেদের ক্ষুদ্র সময় পর্যন্ত তারা কারো সাথে শেয়ার করতে রাজী না। সময় তাদের কাছে এত বেশি পরিমাণে মজুদ থাকার পরেও তারা ভয় পায়। ভয় পায় নিজেদের ক্ষুদ্র সময় নামের অর্থ গুলি চুরি যাবার..........
এখন বলুন, আমাদের বাস্তবতা কি এর থেকে অনেক ভিন্ন কিছু??
আমরা কি সত্যই নিজের কিছুটা সময় আর অর্থ ব্যয় করে কারো জন্যে একটু থেমে দাড়াই??
আর সমাজে যাদের সময় আর অর্থ দুইটাই আছে, তাদের সবাই কি কারো প্রয়োজনে নিজেদের হাতকে প্রসারিত করে??